আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
আজ রোববার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
বিবৃতিতে জি এম কাদের বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে।
দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপা চেয়ারম্যান।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।