হোম > রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী ঠান্ডা মাথায় দেশ চালাচ্ছেন, তাঁকে ধন্যবাদ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠান্ডা মাথায় দেশ চালাচ্ছেন এই জন্য ধন্যবাদ জানাই।’

আজ মঙ্গলবার পুরোনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তেজগাঁও এলাকার আয়োজনে সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, তারেক রহমানের আগমন ভুয়া। ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিএনপি।’ ২৪ তারিখের গণমিছিল প্রত্যাহার করতে বিএনপিকে অনুরোধ করেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটন গিয়েছিলেন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার তদবির করতে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমেরিকা কোনো নিষেধাজ্ঞা দেয়নি।’ 

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় বলে দাবি করে ওবায়দুল কাদের উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচন, জার্মানির সরকার–বিরোধী আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দুনিয়ার কোথাও গণতন্ত্র শান্তিতে নেই। কিন্তু একমাত্র শেখ হাসিনা দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন পাগল ও শিশু ছাড়া কেউ বুঝে না। এই জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’ 

সরকার–বিরোধী আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ছাড় দিয়েছি। আর ছাড় দেব না। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে।’ এর জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা