হোম > রাজনীতি

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি জেনারেল নুরুল

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করা জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য সম্মেলনে নির্বাচন কমিশনার ও জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতির নাম ঘোষণার পর শিবিরের সাবেক নেতারা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, গান ও সংগীত পরিবেশন করেন।

শিবির সভাপতির নাম ঘোষণা করার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আলোচনায় বসে। তারা আলোচনা-পরামর্শ করে সেক্রেটারি জেনারেলের নাম প্রস্তাব করেন। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম এর আগে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়নরত।

শিবিরের নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এর আগে, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

শুক্রবার বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

গুলশানের বাসভবনে পৌঁছেছেন তারেক রহমান

সবাইকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

এভারকেয়ার থেকে গুলশান বাসভবনের পথে তারেক রহমান

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির