হোম > রাজনীতি

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি জেনারেল নুরুল

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪ সেশনে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করা জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য সম্মেলনে নির্বাচন কমিশনার ও জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতির নাম ঘোষণার পর শিবিরের সাবেক নেতারা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ, গান ও সংগীত পরিবেশন করেন।

শিবির সভাপতির নাম ঘোষণা করার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আলোচনায় বসে। তারা আলোচনা-পরামর্শ করে সেক্রেটারি জেনারেলের নাম প্রস্তাব করেন। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম এর আগে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়নরত।

শিবিরের নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এর আগে, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ