হোম > রাজনীতি

নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না, মঈন খানের কণ্ঠে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতা ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শোনালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমরা একটা পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তন যেন এমন না হয়, আমরা নতুন করে আবার একটি ফাঁদে পড়ে যাই। আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না।’

আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি। নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশপাথর ছোঁয়াবে, আর সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটা নয়। এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে...গণতন্ত্র...আমি সুইচ টিপলে চলে আসবে কিংবা সংস্কার হচ্ছে সুইচ; সংস্কারের সুইচটা টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। এ রকম হতে পারে না। আমি সবকিছু করে দেব—দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে।’

তিনি বলেন, ‘এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে, কারা করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কার কাজ হবে না।’

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান