মাওলানা আতাউল্লাহ আমীনকে সভাপতি ও মুফতি আব্দুল মুমিনকে সাধারণ সম্পাদক করে খেলাফত মজলিস ঢাকা মহানগরের ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে মহাগনর শূরা সদস্যদের উপস্থিতিতে এ কমিটি করা হয়। এসময় খেলাফত মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা কোরবান আলী, মাওলানা শরাফত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শীশাঢালা প্রাচীরের ন্যায় বাতিলের সামনে মাথা উচুঁ করে দাঁড়াতে হবে। সময়ে সময়ে কঠিন পরিস্থিতি সামনে আসবে, সেই পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হবে সংগঠনকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেয়া। প্রতিটি ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াস হামীদী, হাফেজ মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা হাসান জুনায়েদ, মুফতি হাবীবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক।