হোম > রাজনীতি

৪ পুলিশ এসে ফখরুলকে বলেন—যেতে হবে, ওপরের নির্দেশ: স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার রাত ১০টা থেকে ডিবি পুলিশের সদস্যরা বাড়ির আশপাশে অবস্থান নিয়েছিলেন। তাঁরা সড়কের লাইটও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, মির্জা ফখরুল বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে চার পুলিশ সদস্য এসে বলেন, যেতে হবে, ওপরের নির্দেশ। 

আজ শুক্রবার সকালে উত্তরার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নিচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’ 

বিএনপির মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তাঁর শরীরটা ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাত ৩টার দিকে বাসায় আসেন পুলিশের চারজন সদসস্য। তাঁরা এসে বলেন যেতে হবে। তাঁদের কাছে কারণ জানতে চাইলে ওপরের নির্দেশে এসেছেন বলে জানান।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।

শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

এর আগে বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নির্ধারণের জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

আরও পড়ুন:

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা