হোম > রাজনীতি

আগামী নির্বাচন জোটবদ্ধভাবে হবে: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচন ১৪ দল জোটবদ্ধভাবে করবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান আমু। তিন বছর পর এই সভা অনুষ্ঠিত হয়। 

আমির হোসেন আমুর বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর কার্যক্রম ও ভূমিকার প্রশংসা করেছে ১৪ দল। সারা দেশের মানুষকে করোনার টিকা দেওয়া ও করোনা মোকাবিলায় দক্ষতা প্রদর্শনের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, ‘১৪ দলের ঐক্য বজায় থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে। সাম্প্রদায়িক শক্তির উত্থান প্রতিহতে ১৪ দলের যে ভূমিকা, সেটিও অব্যাহত থাকবে।’ 

নির্বাচনে আসন বণ্টনের বিষয়ে বিষয়ে জানতে চাইলে এই আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এখনই আসনের বিষয়ে সিদ্ধান্ত হবে না। এ জন্য আরও আলোচনা প্রয়োজন। এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করে। নির্বাচনের তারিখ ঘোষণার পর এ বিষয়ে আলোচনা হবে।’ 

বিএনপি যদি নির্বাচনে না আসে তখনো কি জোটবদ্ধ নির্বাচন হবে—এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, এটা তারা বলছে। কিন্তু শেষ মুহূর্তে কী করবে, এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেব।’ বিএনপির দেশব্যাপী আন্দোলনের বিরুদ্ধে ১৪ দল মাঠে নামবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের বিরুদ্ধে ১৪ দল মাঠে নামবে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী ১৪ দল মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম