হোম > রাজনীতি

কারামুক্ত হলেও স্বাস্থ্যগত কারণে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারামুক্তির পর অসুস্থতার কারণে এখনো স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরোনোর পর থেকে রাজধানীর গুলশানের বাসায় চিকিৎসা চলছে তাঁর। আজ শনিবার বিকেলে শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে যান তিনি।

আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব (মির্জা ফখরুল) অসুস্থ ছিলেন। তাঁর ওজন প্রায় ছয় কেজি কমে গেছে। এ সময় বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি বিশেষায়িত হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাঁকে দেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। বাসায় থেকেই তাঁর চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য তাঁকে আবার হাসপাতালে যেতে হবে।’ 

গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তীকালে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা