হোম > রাজনীতি

গাজীপুরে বিএনপির মিছিলে হামলায় মামলা, সাবেক নেতা গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

পারভেজ আহমেদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির মিছিলে হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পলানপাড়ার আহত রিপন মিয়া বাদী হয়ে আজ সোমবার সকালে মামলাটি করেন।

পুলিশ মামলার প্রধান আসামি কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া মামলায় গাজীপুর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব রফিকুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার পারভেজ আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে অভিবাদন জানিয়ে গতকাল রোববার দুপুরে জেলা ও কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি খাড়াজোড়া ফ্লাইওভারের নিচে পৌঁছালে ওত পেতে থাকা পারভেজ আহম্মেদ, রফিকুল ইসলাম, ফয়সাল, রনি, রনিন, আকাশসহ আরও ২০-৩০ জন ককটেল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। তাঁরা রামদা দিয়ে কুপিয়ে রিপন মিয়া ও আকসেদ মণ্ডলকে গুরুতর আহত করেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ মিছিল ছাত্রভঙ্গ করে দেন। এতে ২০-৩০ জন আহত হন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশনস) যোবায়ের হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি পারভেজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা