হোম > রাজনীতি

জাতীয় সংসদ শয়তানের কারখানা: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদকে শয়তানের কারখানা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এই সংসদে যারা অধিবেশনের নামে জনগণের টাকায় তামাশা করে তাঁরা শয়তান ছাড়া আর কি হবে। কারণ তাঁরা জনগণের ভোটে নির্বাচিত নয়। জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সমাবেশটির আয়োজন করে। সংগঠনটির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নুর বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু ছাড়া আর কারও অবদান শিকার করতে চায় না। ইতিহাসের নামে তাঁরা সব জায়গায় একজনের নাম প্রচার করে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা, প্রবাসী সরকার, মেজর জিয়া, আসম রবদের অবদান লুকানো হচ্ছে। বঙ্গবন্ধুর দোহাই দিয়ে নিজেদের অপকর্ম জায়েজ করার চেষ্টা করছে। 

সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশের কর্তাদের দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেওয়াচ্ছে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি চেকআপ করাতে সিঙ্গাপুর যায়, আর গরিব মানুষ ঢাকা মেডিকেলের বারান্দায় কাতরায়। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রয়োজনে তিনি জীবন দিতে চান। আমি বলব জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেন। নইলে মানুষ ভুলে যাবে আপনি বঙ্গবন্ধুর কন্যা। 

এক এগারোর সংস্কারবাদীদের ধন্যবাদ জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। নিজের ছেলেদের প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া ত্রিশ বছর ধরে দলের ক্ষমতা ধরে রেখেছেন। তিনি বলেন, এর সময় যারা সংস্কার করতে চেয়েছিলেন তাঁদের ধন্যবাদ জানাই। আপনারা গণ অধিকারের সঙ্গে আসুন। আমরা তৃতীয় শক্তির জাগরণ ঘটাতে চাই। 

সভাপতির বক্তব্যে আবদুর রহমান বলেন, গার্মেন্টস মালিকেরা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে নানা রকম টালবাহানা শুরু করে দেয়। তাঁরা বোঝায় যে লসে আছে। কিন্তু খোঁজ নিলে দেখা যায় বেগম পাড়ায় তাঁদের বাড়ি। এ সময় ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের বেতন ভাতা বুঝিয়ে দেওয়ার দাবি করেন তিনি। 

বাজার দর অনুযায়ী মজুরি বৃদ্ধি, সড়ক ও নৌ পরিবহনে চাঁদাবাজি বন্ধ, শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র, রেশনিং ব্যবস্থা চালু এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে সভায় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের