হোম > রাজনীতি

বাজেটে রাঘববোয়ালদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তাবিত বাজেটে রাঘববোয়ালদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো রূপরেখা নেই। এই বাজেটে রাঘববোয়ালদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষার ওপর ট্যাক্স (কর) আরোপ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। গ্রামে চিকিৎসক রাখার জন্য প্রণোদনা বাড়ানোর দরকার ছিল বাজেটে। এ ছাড়া ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য বরাদ্দ বাজেট থেকে এড়িয়ে গেছে। তাদের জন্য বাজেটে কিছুই নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিচারব্যবস্থায় বাজেট কমানো হয়েছে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে বিচার হয় না বলেই বিচার বিভাগের ব্যয় কমিয়ে দিয়েছে। সুষ্ঠু ভোট হয় না, তাই নির্বাচন কমিশনের উন্নয়ন বাজেট কমিয়ে দিয়েছে সরকার। বড়লোকের মদের সঙ্গে কাজু বাদাম খাওয়ার জন্য তার দাম কমানো হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার