হোম > রাজনীতি

জনগণ এখনো সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত: রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫০ বছরে আমরা স্বাধীনতা ছাড়া আর কিছু পাইনি। জনগণ এখনো সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ বৃহস্পতিবার সকালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। 

আ স ম আবদুর রব বলেন, ৫০ বছরে আমরা শুধু স্বাধীনতাই পেয়েছি। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। এখনো সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত জনগণ। 

তিনি আরও বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছে। কিন্তু সরকার বলছে অর্ধেক ভাড়ার টাকা কোথা থেকে আসবে। জনগণের ট্যাক্স থেকেই এই টাকার জোগান দেওয়া যাবে। ট্যাক্সের টাকা কারও বাপের নয়। এই টাকা জনগণের। 

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে এই নেতা বলেন, ক্ষমতাসীনরা সব লুট করে করে নিয়েছে। স্বাধীন দেশে ভোট দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার। যারা ক্ষমতায় আছে তারা সব কেড়ে নিয়েছে। আজকে যারা লড়াই করে জনগণের অধিকার, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

সংসদ ভবন এলাকা জনসমুদ্র

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো