হোম > রাজনীতি

বিরোধী দলীয় নেতা: স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় জাপা, আলোচনা তুলবে কাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নাম গত অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। বিষয়টি নিয়ে সংসদের আগামীকালের অধিবেশনে আলোচনা তুলবে দলটি।

আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত পায়নি। আজকে যেহেতু সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে, তাই এটি আজকের পরে চিন্তা করবো। আগামীকাল জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করব।

কি কারণে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি তা জাতীয় পার্টি জানতে চাইবে বলে জানান মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির সংসদীয় পার্টির বৈঠকে ২৬ জন সদস্যের মধ্যে আজকের বৈঠকে ২১ জন উপস্থিত ছিল বলে জানা গেছে। এর মধ্যে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, রাহ্গির আলমাহি এরশাদ ও মসিউর রহমান রাঙা উপস্থিত ছিলেন না। এছাড়া আরেক সংসদ সদস্য সেলিম ওসমান ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। আর রানা মোহাম্মদ আদেল ঢাকার বাইরে রয়েছেন।

বিরোধী দলীয় নেতা হিসাবে গোলাম মোহাম্মদ কাদেরের নাম প্রস্তাব করে গত ৩ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলটি এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছেন।

বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অফিসে বৈঠকে বসে দলটির সংসদীয় পার্টি। সেখানে সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন সংসদ সদস্য সংসদ বর্জনের পক্ষে অভিমত দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। আবার কেউ কেউ আগামীকাল সংসদের অধিবেশনে উত্থাপন করে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করার পক্ষে মত দেন বলে জানা গেছে।

বিরোধী দলীয় প্রধান হুইপ পদে মসিউর রহমান রাঙাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। সেই চিঠিও স্পিকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান চুন্নু।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা