হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ষড়যন্ত্র, তাই অনিরাপদ: বিএনপি নেতা এ্যানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার বিষয়ে অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র লুক্কায়িত আছে। এটা আমরা জানি বুঝি। সেই কারণে আমরা মনে করছি এটি অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করব না।’ 

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘আমরা দায়িত্ব নিয়ে বলেছি, অতীতে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে। অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’ 

পুলিশ সড়কে সমাবেশ করতে না দিলে বিকল্প ব্যবস্থা নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘পার্টি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে প্রোগ্রাম করতে চাই বিকল্প হিসেবে। আমরা তাদের কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, তারা সেখানে আমাদের সহযোগিতা করবেন।’ 

আরামবাগে অনুমতি না দিলে বিএনপি কি করবে, এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, ‘আমরা তো রাজপথের লোক, সড়ক ছাড়া কোথায় করব। আমরা রাজপথটাকে বেছে নিয়েছি। যদি তা না করেন, তাহলে দায়-দায়িত্ব তাদের ওপরে বর্তায়।

‘আমরা ইতিমধ্যে অনেকবার আমাদের কথাগুলো ডিএমপিতে লিখিত আকারে তুলে ধরেছি। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে নয়া পল্টনে সমাবেশ করব সেই অনুমতি চেয়েছি। এরপরও আমার ডিএমপি সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’ 

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

২০০৭-২৫: ৩৭ মামলার সব কটি সশরীরে থেকে মোকাবিলা করেছেন খালেদা জিয়া

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব: তারেক রহমানের পোস্ট

খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি, নিজেকে বিজয়ী প্রমাণ করেছেন: মঈন খান

জরুরি বৈঠকে বিএনপি, এভারকেয়ার থেকে যোগ দিলেন তারেক রহমান