হোম > রাজনীতি

আওয়ামী লীগ চাইলে বিএনপি রাস্তায় নামতে পারত না: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ চাইলে বিএনপি ঢাকা মহানগরের রাস্তায় নামতে পারত না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা চাইলে ঢাকা মহানগরের কোনো এলাকায় আপনাদের (বিএনপি) নামার সুযোগ ছিল না। তারপরেও গণতন্ত্রের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমরা কোনো বাঁধা দেব না।’ 

আজ শনিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানার অন্তর্ভুক্ত ওয়ার্ডের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। 

বিএনপি কর্মসূচির নামে সহিংসতা করলে জনগণ তার জবাব দেবে জানিয়ে তাপস বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না, দাঁতভাঙা জবাব দেবে।’ 

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে দাবি করে মেয়র বলেন, ‘আজকে তারা (বিএনপি) থানায় থানায় মিছিল করছে, আমরা কোনো বাঁধা দেইনি। তারপরও হাজারীবাগের বেড়িবাঁধ, কামরাঙ্গীরচর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। নিউ মার্কেট এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ