হোম > রাজনীতি

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে—অব্যাহতির পর এনসিপি নেতার হুমকি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদ। ছবি: মুনতাসির মাহমুদের ফেসবুক

দুপুরে চাকরি এবং সন্ধ্যায় দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।’ গতকাল রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।’

এর আগে গতকাল দুপুরেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে চাকরি হারান মুনতাসির। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে, তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো; যা আজ রোববার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।’

গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে দুপুরে মগবাজারে অবস্থিত সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির।

গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পিএ মিজানুর রহমান এক খুদে বার্তায় বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একদল বহিরাগত লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক নেওয়া নিয়মের ব্যত্যয় ঘটার জন্য অবৈধভাবে হস্তক্ষেপ করতে ভাড়াটে লোকজন নিয়ে এসে অভ্যন্তরীণ কর্মকর্তা, কর্মচারী এবং বোর্ড মেম্বারদের ওপর চড়াও হতে যাচ্ছে, বিশেষত চেয়ারম্যান তাদের মূল টার্গেট।’

রেড ক্রিসেন্ট সোসাইটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মুনতাসির রেড ক্রিসেন্টে তাঁর পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দিতে চাচ্ছিলেন। তা না পারায় বেশ কিছুদিন ধরে মব করার চেষ্টা করছেন।

তবে রেড ক্রিসেন্টের আরেকজন কর্মকর্তা অভিযোগ করেন, চেয়ারম্যান বেশ কয়েক মাস ধরে স্বেচ্ছাচারী আচরণ করছিলেন। তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই চাকরির চুক্তি বাতিল করা হচ্ছিল।

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গতকাল সন্ধ্যায় মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম