দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারবাসীর কাছে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?’ এসময় উপস্থিত জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।
উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম আমি তাই।
আজ বুধবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা আছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’
কক্সবাজারবাসীর উদ্দেশে সরকার প্রধান বলেন, ২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলেই এই দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীলে দেশে মর্যাদা পেয়েছে।