হোম > রাজনীতি

সিরাজুল আলম খানের মৃত্যুতে জাসদের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার জাতীয় বীর, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শোক বার্তায় বলা হয়, ’৬০-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম-স্বাধিকার সংগ্রাম, ’৬৯-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থান-স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের মাঠে অগ্রণী ও অন্যতম প্রধান চিন্তক ও সংগঠক হিসেবে সিরাজুল আলম খানের ঐতিহাসিক ও কিংবদন্তিতুল্য ভূমিকা ও অবদানের জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে জাতির জন্য তাঁর এই ঐতিহাসিক ভূমিকা ও অবদান কখনই ম্লান হবে না।

এর আগে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিরাজুল আলম খানের মৃত্যু হয়। আগামীকাল সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে।

জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আগামীকাল দেশব্যাপী শোক পালন করবে। আগামীকাল ভোর ৬টায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের