হোম > রাজনীতি

বাবরের ৮ বছরের সাজা বাতিল, মামলা থেকে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত মামলায় পৃথক ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন। 

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। 

ওই মামলায় লুৎফুজ্জামান বাবরকে পাঁচ বছর ও তিন বছরের কারাদণ্ড দিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন বাবর। 

মোহাম্মদ শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরের করা আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। এর ফলে তিনি সাজা থেকে খালাস পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু