হোম > রাজনীতি

বাবরের ৮ বছরের সাজা বাতিল, মামলা থেকে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত মামলায় পৃথক ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন। 

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। 

ওই মামলায় লুৎফুজ্জামান বাবরকে পাঁচ বছর ও তিন বছরের কারাদণ্ড দিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন বাবর। 

মোহাম্মদ শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরের করা আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। এর ফলে তিনি সাজা থেকে খালাস পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ