হোম > রাজনীতি

ডাকসু নির্বাচনের তফসিলসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, গঠনতন্ত্রে শিক্ষার্থীবান্ধব সংস্কার এবং ভোটকেন্দ্র হলের বাইরে স্থানান্তরের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে মেঘমল্লার বসু বলেন, ডাকসু গঠনতন্ত্র সংশোধনে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের প্রস্তাবের প্রতি প্রশাসন এক ধরনের অবজ্ঞা-প্রদর্শন করেছে। মৌলিক কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের কোনো প্রতিফলনই সংশোধিত গঠনতন্ত্রে পাওয়া যায়নি।

ছাত্র ইউনিয়নের নেতারা জানান, ডাকসু সভাপতি হিসেবে উপাচার্যের পরিবর্তে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি চায় অধিকাংশ ছাত্রসংগঠন। গঠনতন্ত্রে সিন্ডিকেটের পরিবর্তে গণভোটের মাধ্যমে সংস্কারের বিধান যুক্ত করার দাবিও জানান তাঁরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন গঠনের আগে কোনো ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা করেনি। গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা এখনো সিন্ডিকেটের হাতে, যেখানে কোনো ছাত্রপ্রতিনিধি নেই।

ছাত্র ইউনিয়নের দাবি, ভোটকেন্দ্র আবাসিক হলের বাইরে একাডেমিক ভবন বা অন্যত্র স্থাপন করা হোক। ‘পূর্ববর্তী নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা এবং অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা বিবেচনায় এই পদক্ষেপ জরুরি’ বলেন সংগঠনের নেতারা। বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তা বিঘ্ন ঘটার উদাহরণ তুলে ধরে তাঁরা বলেন, প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের। জবাবদিহির আওতায় আনার পাশাপাশি একটি সক্রিয় ও কার্যকর পরিবেশ পরিষদ গঠনের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, ১ হাজার ৩৫ কোটি টাকার বাজেটে গবেষণায় মাত্র ২.০৮ শতাংশ (২১.৫৭ কোটি টাকা) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় মাত্র ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা শিক্ষার্থী কল্যাণে অপ্রতুল। তাঁরা আরও বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের ন্যূনতম জীবনমান উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা দরকার। খাবারের মান ও দামের প্রশ্নেও ভর্তুকি বাড়ানো জরুরি।

সংগঠনের নেতারা বলেন, যদি নির্বাচন সুষ্ঠু না হয় কিংবা নিরাপত্তাহীন পরিবেশ বিরাজ করে, তবে তা জাতীয় নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যা, এনসিপির নিন্দা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত, জুনায়েদ ও সাদিক