হোম > মতামত > উপসম্পাদকীয়

মন্দির-মণ্ডপে হামলা পরিষ্কার ষড়যন্ত্র

নুরুল হুদা

বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা পরিষ্কার একটি ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের মূল বিষয়টি দ্রুত উদ্ঘাটন করা প্রয়োজন। গত ১০ বছরে এমন ঘটনা ঘটেনি। তারপরও এ ধরনের বড় ধর্মীয় উৎসবগুলোয় পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকা উচিত ছিল। ঘটনাস্থলের পাশে প্রতিরোধমূলক ব্যবস্থাও রাখা দরকার ছিল। কিন্তু সেটা হয়নি। তবে এখন ভবিষ্যতের জন্য লক্ষ রাখতে হবে, যেখানেই কোনো ধর্মীয় উৎসব হবে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধমূলক ব্যবস্থা রাখতে হবে।

এখানে পুলিশের ভূমিকা সঠিক ছিল। ঘটনা ঘটে যাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষা করতে যে ধরনের শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সেটা তারা করেছে। মামলা হয়েছে। গ্রেপ্তারও হচ্ছে। এখন যেটা করতে হবে, মামলাগুলো দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিতে হবে।

কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়া গেছে—এমন একটি বক্তব্যের জের ধরে ঢাকা, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, চাঁদপুর, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে। এসব ঘটনার সঠিকভাবে তদন্ত করলেই সব সমস্যার মূল খুঁজে পাওয়া যাবে। কারা ষড়যন্ত্র করছে, কেন করছে, তাদের উদ্দেশ্যই বা কী ছিল—সবই বোঝা যাবে।

নতুন রূপে পররাজ্য দখলের সনাতনি পর্ব

মোগলহাট ও লালমনিরহাট: উন্নয়ন বঞ্চনার এক বাস্তব দলিল

যুক্তরাষ্ট্রের আধিপত্য না বুঝলে তাকে বোঝা যাবে না

যুক্তরাষ্ট্রে তুষারময় দিন ও বাংলাদেশের শীতকাল

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

জামানতের কাঁটাতারে যুক্তরাষ্ট্রের ভিসা

তীব্র শীতে গরিবের হাহাকার

তরুণদের স্বপ্নের আসন থেকে কোন পথে এনসিপি

সংসদ নির্বাচনে ভোটারের দায়বদ্ধতা

মাদুরোকে নিয়ে যে বার্তা পেল বিশ্ব