হোম > জাতীয়

আদালত অবমাননা: কনক সারোয়ার ও মহসিন রশিদের বিরুদ্ধে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার ঘটনায় কেন শাস্তি দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুজনকে আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন। এই সময়ে আইনজীবী মহসিন রশিদকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ রোববার আদালতে হাজির হয়ে মহসিন রশিদ বলেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’ 

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপনি বারবার কথা বলবেন আর নিঃশর্ত ক্ষমা চাইবেন। এটা হৃদয় থেকে? সিনিয়র আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশের আইন, বিচারব্যবস্থার পক্ষে কথা বলা। আপনি একবারও বলেননি একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ আদালত এভাবে বলতে পারে না।’ 

মহসিন রশিদ বলেন, `আমি শুধু ব্রিটেনের উচ্চ আদালতের রায় নিয়ে কথা বলেছি।' 

ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি গত ২৬ জুন চেম্বার আদালতের কার্যতালিকায় উঠলে ৪ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। 

আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল বিভাগ দুজনের বিরুদ্ধে রুল জারি করেছেন। আগামী ২৯ আগস্ট হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।’  

ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় দেওয়া হয়। সেখানে মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। ওই পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন। সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ। টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। 

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স