হোম > জাতীয়

রোহিঙ্গা সংকটে ১৮ কোটি ডলার সহযোগিতার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রোহিঙ্গা সংকটে আরও প্রায় ১৮ কোটি ডলারের সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড রোহিঙ্গা সংকট নিরসনে আরও ১৮ কোটি ডলারের ঘোষণা দিয়েছেন। এ অর্থ মিয়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশ এবং যে সব অঞ্চলে যেখানে রোহিঙ্গা রয়েছে, সেখানে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে নতুন এ অর্থসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র মোট দেড় শ কোটি ডলারের বেশি দিয়েছে। ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জাতিগত নিধন এবং অন্যান্য ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

যুক্তরাষ্ট্রে দেওয়া দেড় শ কোটি ডলারের মধ্যে ১২০ কোটি ডলার বাংলাদেশে থাকা প্রায় ৯ লাখ রোহিঙ্গা এবং স্থানীয় ৪ লাখ ৭২ হাজারের বেশি বাংলাদেশিদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করা হয়েছে। এ অর্থ শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, আশ্রয়, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধিতে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায়ও এ অর্থ খরচ করা হয়েছে।

নেড প্রাইস বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘ মেয়াদি সমাধানে অনেক দেশ সহযোগিতা করে যাচ্ছে, তাতে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। যদিও রোহিঙ্গাদের জন্য আরও সাহায্য দরকার। রোহিঙ্গা সংকটে অতিরিক্ত তহবিল নিয়ে এগিয়ে আসার জন্য দাতাদের আহ্বানও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান