হোম > জাতীয়

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি ও ১৫ রোহিঙ্গা আটক

১১ ডিসেম্বর অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। প্রতীকী ছবি

পোশাক কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ এবং দুই সপ্তাহের নজরদারির পর গত ১১ ডিসেম্বর চেরাসের পোশাক কারখানায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়, তিনি ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি অবৈধ অভিবাসীদের নিয়োগ দিচ্ছিলেন। এ ছাড়া, ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন মিয়ানমারের (রোহিঙ্গা) নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পোশাককর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা অভিবাসন কর্তৃপক্ষের।

কোম্পানিটি প্রায় দুই বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছিল বলে তদন্তে জানতে পেরেছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহাবান বলেন, অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন সেলাই মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন