ইরানে বসবাসরত প্রত্যাবাসন-ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) মোট ২৮ জন পাকিস্তানের করাচি হয়ে ঢাকায় অবতরণ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েল-ইরান যুদ্ধের সময় দূতাবাস জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। তাঁদের মধ্যে ২০০ শিক্ষার্থী, দূতাবাসের কূটনীতিক কর্মী, তাঁদের পরিবারসহ প্রায় ৪০ জন, চিকিৎসার জন্য সেখানে যাওয়া কিছু রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
মন্ত্রণালয় ও দূতাবাস আরও জানায়, ইরান থেকে স্থলপথে তুরস্ক ও পাকিস্তান হয়ে বাংলাদেশিদের সরিয়ে আনা হতে পারে। প্রয়োজনে ইরানের চাবাহার বন্দর হয়ে সমুদ্রপথে সরিয়ে আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।