হোম > জাতীয়

বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে আব্দুল্লাহ আলি আলহামুদি। ছবি: আজকের পত্রিকা।

বাংলাদেশিদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি আজ রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

বৈঠকে আলহামুদি বলেন, দুই দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। ঢাকায় তাদের দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে।

আলহামুদি আরও জানান, ব্যবসায়িক প্রতিনিধিদলগুলোর জন্য দলভিত্তিক ভিসাপ্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়ছে।

আলহামুদি জানান, আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসাব্যবস্থা পুনরায় চালু করেছে। মার্কেটিং ম্যানেজার ও হোটেলকর্মীদের মতো পেশাজীবীদের ভিসা ইস্যু করা হয়েছে।

এ ছাড়া ৫০০ নিরাপত্তাকর্মীর ভিসা এরই মধ্যে ইস্যু হয়েছে এবং আরও ১০০০ ভিসা অনুমোদিত হয়ে শিগগির ইস্যু করা হবে।

বৈঠকে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সক্রিয় যোগাযোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

এ সময় লুৎফে সিদ্দিকী ভিসাপ্রক্রিয়ায় অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আলহামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও আরব আমিরাতের সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে দুই পক্ষ টার্মস অব রেফারেন্সে সম্মত হয়েছে।

বৈঠকে জানা যায়, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

শাকসু নির্বাচন স্থগিত

সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত