নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সকালে রেল ভবনে সচিবের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় তাঁরা দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া রেলওয়ের বিভিন্ন বিষয়েও তাঁরা আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, বাংলাদেশে নিযুক্ত ভারতের রেলওয়ে অ্যাডভাইজার আনিতা বারিকসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।