হোম > জাতীয়

ইউনূসের মামলা সম্পর্কে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল: আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে ও মামলা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আজ বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। সেসব বিষয়গুলো তাঁরা পরিষ্কার হতে চেয়েছিলেন। ড. ইউনূস শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন। সেখানে মামলা হয়েছে। তাঁকে সাজা দেওয়া হয়েছে। ১০৮ জন শ্রমিক ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা হচ্ছে। দেশের যেকোনো নাগরিক আইন ভঙ্গ করলে তাঁর যেমন বিচার হয়, ড. ইউনূসের ক্ষেত্রেও একইভাবে বিচার হচ্ছে। ড. ইউনূস যেসব কথা বলে বেড়াচ্ছেন—   তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে দুদক একটি মামলা করেছে। সে মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সেটি সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না। এই বিষয়টি তাঁদের বলা হয়েছে। ড. ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা রয়েছে। একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন।’

আইনমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইনের ব্যাপারে কি করছি, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তাঁদের নির্বাচন কমিশন থেকে একটি টিম এসেছিল, সেই টিমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কি চিন্তা-ভাবনা করা হয়েছে, রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ অ্যান্টি ডিসক্রিমিনেশন বেইল সম্পর্কেও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘শ্রম আইন কত দিনে পাস করতে যাচ্ছি এই তথ্য তারা জানতে চেয়েছিল। তাঁদের বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রম আদালতে দেশের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেটার শেষ করতে হবে। শ্রম আইন নিয়ে যথেষ্ট কাজ করা হয়েছে। এটি সংশোধন নিয়েও কাজ করা হয়েছে।’

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন