হোম > জাতীয়

কাউকে হাতে-পায়ে ধরে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাউকে হাতে-পায়ে ধরে, দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়, সরকারি দলেরও নয়। বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কাউকে ভোটে আনার দায়িত্ব সরকারি দলের নয়। এটা নির্বাচন কমিশনের।’

তথ্যমন্ত্রী জানান, সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা—এটি সরকারি দলের দায়িত্ব নয়। একটি পক্ষ নির্বাচন কমিশন, সরকারি দলও একটি পক্ষ, সব বিরোধী দলও আরেকটি পক্ষ। সেখানে নির্বাচনে আনা-না আনা, নির্বাচনে কেউ আসবে কি আসবে না, সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন।

তথ্যমন্ত্রী বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন সরকারের হাতে ক্ষমতা থাকে না। তখন নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে এবং সব দল অংশ নেবে।

সংসদকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য আজকে সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে, সে জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপি রাজপথে বিরোধী দল, আজকে নানা ষড়যন্ত্র করছে।

হাছান মাহমুদ জানান, ২০১৪ সালের ভোট বানচালের জন্য ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সংসদের যাত্রা অব্যাহত থেকেছে। গণতন্ত্রের পথ চলা অব্যাহত রয়েছে।

হাছান মাহমুদ জানান, আজকেও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। কদিন আগে বিএনপির সংসদ সদস্যরা সংসদে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, এটি সংসদের পথ চলাকে বাধাগ্রস্ত করার জন্য।

আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের পথ চলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় যাত্রা নিরবচ্ছিন্ন রাখার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন