হোম > জাতীয়

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ নেতা নির্বাচনের সুযোগ পাক: দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র চায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নিজেদের নেতা নির্বাচনের সুযোগ পাক। আজ বুধবার ঢাকায় দেশটির দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

ভারতের নর্থ-ইস্ট নিউজ অনলাইনে গতকাল মঙ্গলবার ‘ইউএস আলটিমেটাম টু হাসিনা: এক্সিট কনস্টিটিউশনালি বাই নভেম্বর ৩ অর ফেস দ্য মিউজিক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, চলতি সপ্তাহে ঢাকা সফর করে যাওয়া মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী ৩ নভেম্বরের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে সহায়তার জন্য ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার প্রেক্ষাপটে হচ্ছে বলে আফরিন আকতারের এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতিকেরা। 

আফরিন আকতার পররাষ্ট্রসচিব মাসুদকে ওই কথা বলেছেন কি না, তার সত্যতা সম্পর্কে আজকের পত্রিকা গতকাল জানতে চায় মার্কিন দূতাবাসের কাছে। 

ব্রায়ান শিলার আজ আজকের পত্রিকাকে জানান, নর্থ-ইস্ট নিউজ অনলাইন বাংলাদেশে ‘ব্লক করা থাকলেও’ ওই রিপোর্টটি দূতাবাসের নজরে এসেছে। 

আফরিন আকতারের উদ্ধৃতি দিয়ে দূতাবাস মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন করে। তবে এ নির্বাচন কেবল ভোটের দিন কীভাবে সম্পন্ন হলো, তার ওপর নির্ভর করে না। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশীজনেরা কতটা যুক্ত হতে পারলেন, নাগরিক সমাজ ও গণমাধ্যম কতটা স্বাধীনভাবে নিজেদের ভূমিকা পালনের সুযোগ পেল, তা-ও গুরুত্বপূর্ণ। 

ব্রায়ান শিলার আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ও ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাস বহুবার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো একটি দলের ওপর অন্য দলকে অগ্রাধিকার দেয় না।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু