হোম > জাতীয়

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে আটকে আছে ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবলের আওতায় বা বিশেষ ব্যবস্থায় গত ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হওয়ার কথা ছিল। ১৭ আগস্ট এক অনুষ্ঠানে এমনটিই জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এখনই ফ্লাইট চালু হচ্ছে না। তবে শিগগরিই ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন তিনি।

আজ সন্ধ্যায় পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে কোভিড টিকা, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান মাসুদ বিন মোমেন।

ঘোষণা অনুযায়ী ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে বিমান চলাচল শুরু না হওয়া নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের সরকার ফ্লাইট চালানোর বিষয়ে নীতিগত ভাবে সম্মত। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এটি এখনো শুরু হয়নি।

দু-এক দিনের মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন মাসুদ বিন মোমেন।

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা