হোম > জাতীয়

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে আটকে আছে ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

এয়ার বাবলের আওতায় বা বিশেষ ব্যবস্থায় গত ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হওয়ার কথা ছিল। ১৭ আগস্ট এক অনুষ্ঠানে এমনটিই জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এখনই ফ্লাইট চালু হচ্ছে না। তবে শিগগরিই ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন তিনি।

আজ সন্ধ্যায় পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে কোভিড টিকা, রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান মাসুদ বিন মোমেন।

ঘোষণা অনুযায়ী ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে বিমান চলাচল শুরু না হওয়া নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের সরকার ফ্লাইট চালানোর বিষয়ে নীতিগত ভাবে সম্মত। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণের কারণে এটি এখনো শুরু হয়নি।

দু-এক দিনের মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশনার দিল্লি যাচ্ছেন। সেখানে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন মাসুদ বিন মোমেন।

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম