হোম > জাতীয়

মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় চীনের চিকিৎসক দল আসছে সন্ধ্যায়

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতের চিকিৎসায় ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল। বাংলাদেশে চীন দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ঢাকায় অবতরণ করবেন।

চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়ে গঠিত চীনের জরুরি চিকিৎসা দল আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। পরে তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।’

এদিকে, অপর এক বিবৃতিতে চীন দূতাবাস বলেছে, ‘বাংলাদেশের অনুরোধে আজ সকালে চীনের ইউনান প্রদেশ জরুরি ভিত্তিতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করে। এই দলটি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে একটি রিমোট ভিডিও কনসালটেশনে অংশ নেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দগ্ধ চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ এবং শিশু শ্বাসযন্ত্রজনিত রোগে বিশেষজ্ঞ চীনা চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করেন এবং চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন।’

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ