হোম > জাতীয়

মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় চীনের চিকিৎসক দল আসছে সন্ধ্যায়

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতের চিকিৎসায় ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল। বাংলাদেশে চীন দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ঢাকায় অবতরণ করবেন।

চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়ে গঠিত চীনের জরুরি চিকিৎসা দল আজ ২৪ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। পরে তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।’

এদিকে, অপর এক বিবৃতিতে চীন দূতাবাস বলেছে, ‘বাংলাদেশের অনুরোধে আজ সকালে চীনের ইউনান প্রদেশ জরুরি ভিত্তিতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করে। এই দলটি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে একটি রিমোট ভিডিও কনসালটেশনে অংশ নেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দগ্ধ চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ এবং শিশু শ্বাসযন্ত্রজনিত রোগে বিশেষজ্ঞ চীনা চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করেন এবং চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন।’

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ