হোম > জাতীয়

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ফের স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত সংক্রমণের কারণে আগামী ২৭ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

করোনা সংকটের প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

এই উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে। কিন্তু ১৮ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দুই সপ্তাহের ব্যবধানে মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করে পিএসসি। সেই সূচি অনুযায়ী গত ৬ জুন শুরু হয় পরীক্ষা। এই পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান