প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। নানা শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ইহসানুল করিম হেলালের প্রথম জানাজা সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। বাদ জোহর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে প্রেস উইং।