হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­

জুলাই অভ্যুত্থানের আহতদের চাকরির ব্যবস্থা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, সেই নির্ভীক বীরদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্যোগের অংশ হিসেবে আহতদের সিভি আহ্বান করা হচ্ছে। আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের প্রতি দ্রুত সিভি জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সিভি পাঠানোর ঠিকানা: cv. julyspecialcell@gmail. com

এ বিষয়ে জুলাই গণ–অভ্যুত্থান বিশেষ সেলের প্রধান হাসান ইনাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ সেল গঠন করার পর থেকে দেখেছি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের চাকরি দেওয়ার জন্য কাজ করতে চায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে আহতদের পুনর্বাসন করা সম্ভব। সে ক্ষেত্রে সমন্বয় করার জন্য সিভি আহ্বান করেছি। সিভি নিয়ে সেগুলো যাচাই—বাছাই করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোতে আমরা সিভি সরবরাহ করব।’

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর