হোম > জাতীয়

দিনভর অভিযানে হাজার কেজি পলিথিন জব্দ

কক্সবাজারের চকরিয়ায় গতকাল অভিযান চালিয়ে জব্দ করা পলিথিন পুড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।

ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।

কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল