হোম > জাতীয়

শাহজালালে আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে (পণ্য রাখার স্থান) অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এসব সরঞ্জাম আজ রোববার খালাসের কথা ছিল।

জানা গেছে, গতকাল দুপুরে কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য রাখা ছিল; যার মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য।

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আজ মমতা ট্রেডিং কোম্পানির কর্মকর্তা বিপ্লব হোসাইন সংবাদমাধ্যমকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ৭টি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম ছয় দিন আগে বিমানবন্দরে পৌঁছায়। এসব পণ্য খালাসের আগে পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি (অনাপত্তি সনদ) নিতে হয়। সেই অনুমোদন নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। আজ খালাসের কথা ছিল; কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানায়, আমদানি করা পণ্য পুড়ে যাওয়ার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি।

প্রকল্প কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের কিছু সরঞ্জাম সাব-কন্ট্রাক্টরদের মাধ্যমে আমদানি করা হয়ে থাকে। সংবেদনশীল বা উচ্চমানের যন্ত্রপাতি সাধারণত বিশেষ উড়োজাহাজের মাধ্যমে পরিবহন করা হয়, যা বিশেষ ব‍্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ফলে এসব পুড়ে যাওয়া পণ্য প্রকল্পের মূল কাঠামোর অংশ কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে কার্গো ভিলেজে আজও উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল বেলা আড়াইটার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করেন। প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন