হোম > জাতীয়

আয়-ব্যয়ের হিসাব দিতে ১৯ দলকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ ১৯টি রাজনৈতিক দলকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব দিতে সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর চাহিদার ভিত্তিতে সম্প্রতি এই সময় বাড়িয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি এমন দলগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হিসাব দিতে চিঠি দেওয়া হয়েছে।

যে ১৯ দলকে সময় দেওয়া হয়েছে—কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে ওই দলের নিবন্ধন বাতিল করতে পারে। বর্তমানে ইসির নিবন্ধনে ৪৬টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে