হোম > জাতীয়

আয়-ব্যয়ের হিসাব দিতে ১৯ দলকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ ১৯টি রাজনৈতিক দলকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব দিতে সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর চাহিদার ভিত্তিতে সম্প্রতি এই সময় বাড়িয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারেনি এমন দলগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হিসাব দিতে চিঠি দেওয়া হয়েছে।

যে ১৯ দলকে সময় দেওয়া হয়েছে—কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে ওই দলের নিবন্ধন বাতিল করতে পারে। বর্তমানে ইসির নিবন্ধনে ৪৬টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার