হোম > জাতীয়

বিআরটি প্রকল্পের ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারে চাপা পড়ে নিহত হওয়ার ঘটনায় দোষী হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেট কারের পাঁচজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী এ ঘটনায় কষ্ট পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এটি গ্রহণযোগ্য নয়। প্রকল্পের প্রকল্প পরিচালক, ঠিকাদার এদের দায়িত্ব এই ধরনের কাজ যথাযথভাবে করা। তারা নিরাপত্তা না নিয়ে, সড়কপথ বন্ধ না করে কীভাবে এই ধরনের কাজ করতে পারে? এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

পরে প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের জানান, উত্তরার ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব একনেক সভায় উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেছেন। যদি নির্মাণে জড়িত কোম্পানির গাফিলতি থাকে, তবে তাদের কালোতালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। 

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ শীর্ষক প্রকল্পের নির্মাণকাজ চলাকালীন গার্ডারের নিচে চাপা পড়ে গতকাল সোমবার প্রাইভেট কারের পাঁচজন আরোহী নিহত হন। 

 

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা