পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের মানুষ আনন্দে ভাসছে। এই আনন্দে উদ্বেলিত হয়েছেন পশ্চিমবঙ্গবাসীও। পদ্মা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাঁরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষ ও সরকারকে।
আকাদেমি পুরস্কার পাওয়া লেখক অমর মিত্র তাঁর ফেসবুক ওয়ালে পদ্মা সেতুর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অধিবাসীদের। পদ্মা সেতুর জন্য বাংলাদেশের গতি বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘এবার ঢাকার মেট্রো হোক।’
অমর মিত্র লিখেছেন, ‘এত বড় নদী। নদী দেখিয়া প্রাণ উড়িয়া যায়। সেতু তার উপরে। বাংলাদেশের এপার-ওপার জুড়ে গেল। গতি বেড়ে গেল গোটা দেশের যাত্রাপথের। এবার ঢাকার মেট্রো হোক। পড়শী দেশের মানুষের শুভকামনা।’
অন্যদিকে ভ্রমণ উদ্যোক্তা গৌতম চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে পদ্মা সেতুর ছবি শেয়ার করে নিজের একটি আবেগঘন স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা। পদ্মার দুই পাড়ের সংযুক্তিকরণ আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করুক। এপার বাংলা থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভকামনা রইল।’