হোম > জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনে পশ্চিমবঙ্গের সুধীজনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের মানুষ আনন্দে ভাসছে। এই আনন্দে উদ্বেলিত হয়েছেন পশ্চিমবঙ্গবাসীও। পদ্মা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাঁরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষ ও সরকারকে।

আকাদেমি পুরস্কার পাওয়া লেখক অমর মিত্র তাঁর ফেসবুক ওয়ালে পদ্মা সেতুর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অধিবাসীদের। পদ্মা সেতুর জন্য বাংলাদেশের গতি বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘এবার ঢাকার মেট্রো হোক।’ 

অমর মিত্র লিখেছেন, ‘এত বড় নদী। নদী দেখিয়া প্রাণ উড়িয়া যায়। সেতু তার উপরে। বাংলাদেশের এপার-ওপার জুড়ে গেল। গতি বেড়ে গেল গোটা দেশের যাত্রাপথের। এবার ঢাকার মেট্রো হোক। পড়শী দেশের মানুষের শুভকামনা।’

অমর মিত্রের এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে পদ্মা সেতু ও বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন। সঞ্জীব সাহা নামে একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের মানুষের আবেগ জড়ানো সেতু। আমাদেরও শুভেচ্ছা রইল।’ কবি ও লেখক সৌমিত্র চক্রবর্তী বলেছেন, ‘সত্যিই এটা খুব ভালো কাজ হয়েছে। অভিনন্দন বাংলাদেশের মানুষদের।’ কবি শান্তনু গঙ্গারিদি মন্তব্য করেছেন, ‘সতত শুভকামনা।’ 

অন্যদিকে ভ্রমণ উদ্যোক্তা গৌতম চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে পদ্মা সেতুর ছবি শেয়ার করে নিজের একটি আবেগঘন স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা। পদ্মার দুই পাড়ের সংযুক্তিকরণ আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করুক। এপার বাংলা থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভকামনা রইল।’ 

গৌতম চক্রবর্তীর ফেসবুক পোস্টের নিচেও অনেক কবি ও লেখক এবং অ্যাকটিভিস্ট মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মানুষদের। প্রায় সবাই আশা প্রকাশ করেছেন, এই সেতু বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে জোয়ার আনবে। 

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ