হোম > জাতীয়

বাংলাদেশের আইন সম্পর্কে ধারণা না থাকায় ইউনূসের সাজা নিয়ে বিদেশিদের সমালোচনা: অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী ড. ইউনূসের সাজা নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘আমাদের দেশের আইন নিয়ে বিদেশিদের কোনো ধারণা নেই। এখান থেকে যা বলে দেওয়া হয়, তাঁরা তাই অনুসরণ করেন।’ 

আজ মঙ্গলবার তাঁর নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিন উদ্দিন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, যদি একজন শ্রমিককে অধিকার দেওয়া না হয়, সে ক্ষেত্রে আইনের বিধান মতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হবে। নোটিশের বিধান যদি প্রতিপালন না করে মামলা হবে। ওনার (ড. ইউনূস) ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে এবং প্রতিপালন না করায় মামলা হয়েছে। সেই মামলা তিনি সর্বোচ্চ আদালত পর্যন্ত নিয়ে এসেছিলেন। সর্বোচ্চ আদালত বলেছেন মামলা চলবে। 

আমিন উদ্দিন বলেন, ‘বিদেশিদের আমাদের দেশের আইনগত পদ্ধতি ও প্রক্রিয়া সম্বন্ধে ওইভাবে পরিষ্কার ধারণা নেই। যার কারণে আমাদের এখান থেকে যেটা বলা হয়, তাঁরা সেটাই অনুসরণ করে বক্তব্য দেন। সেই ক্ষেত্রে আমি মনে করি, আমাদের যাঁরা (সরকারবিরোধী) এইখানে ছিলেন, তাঁরা হয়তো তাঁদেরকে সেভাবেই বলেছেন। ওই রাজনৈতিক দল তো সরকার ও রাষ্ট্র যা করে তারই তো বিরোধিতা করে। তারাই হয়তো সেটাকে বিভিন্ন দেশে রংচং দিয়ে সঠিক তথ্য প্রদান না করে বিভিন্ন দেশের কাছে পাঠাচ্ছে।’

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান