ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকা থেকে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে গত পাঁচ দিনে এ নিয়ে মোট ২০ জনকে উদ্ধার করেছে দলটি। এর মধ্যে একজন জীবিত।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
ফয়সালুর রহমান বলেন, ‘তুরস্কের স্থানীয় সময় গতকাল রাতে আট ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাঁদের দুই সন্তান। পরে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
গতকালের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।