ঢাকা: নিউমোনিয়ায় প্রথম স্ত্রীকে হারানোর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ষাটোর্ধ্ব এ মন্ত্রী হাইকোর্টের এক আইনজীবীকে জীবনসঙ্গী করতে যাচ্ছেন। রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, যাঁর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি মন্ত্রীর পূর্ব পরিচিত।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত শুক্রবার রেলমন্ত্রীর বিয়ে করেছেন। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কনের নাম ঠিকানা জানানো যাচ্ছে না। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে রেলপথ মন্ত্রী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। মন্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি অস্বীকারও করেননি।
২০১৮ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান রেলমন্ত্রীর প্রথম স্ত্রী নিলুফার জাহান। দুই কন্যা ও একজন পুত্র সন্তানের জনক তিনি।
নূরুল ইসলাম সুজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৭৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৩ সালে এলএলবি ডিগ্রি এবং ১৯৮৫ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘ ৩৩ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলার বাদীপক্ষের অন্যতম আইনজীবী ছিলেন এবং ঐতিহাসিক জেল হত্যা মামলারও বাদী পক্ষের আইনজীবী ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম সুজন তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রেলপথ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন।