হোম > জাতীয়

কড়া নিরাপত্তায় নির্বাচন কমিশন ভবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকাল ৮টা বাজতেই সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়লেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। 

সেই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে নির্বাচন কমিশন ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থায়। 

রোববার সকাল ৮টায় নির্বাচন কমিশন ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে এই এলাকা। আগারগাঁও মূল সড়ক থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে ঢুকতে পর্যটন ভবনের সামনের রাস্তায় চোখে পড়ে কড়া পুলিশি তল্লাশি চৌকি। মূল সড়ক থেকে নির্বাচন ভবনের দিকে প্রতিটি প্রবেশপথে সবাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কমিশনের ভেতরে যেতে সব পথ আজ পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের যানবাহন এই পথে ঢুকতে দেওয়া হচ্ছে না। 

নির্বাচন ভবনসংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশনের সামনে একটি জলকামান, প্রিজন ভ্যান ও একটি রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। তারপর নির্বাচন ভবনের মূল ফটকের সামনে থেকে পুরো অংশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন। এ ছাড়া স্থাপন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প। 

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য প্রতিটি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সজাগ ও কড়া দৃষ্টি রাখছেন। 

তবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি

রামপুরায় ২৮ জন হত্যা: সাবেক দুই বিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

পাঁচ সদস্যের কমিশন, চার বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী