হোম > জাতীয়

পাইকারিতে পণ্যের দাম কমলেও খুচরা বাজারে কমেনি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।

বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির