হোম > জাতীয়

প্রধান বিচারপতির বাসভবনে হামলা বিচারব্যবস্থার প্রতি অসম্মান: মানবাধিকার কমিশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান দুটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও নিকটবর্তী বিচারপতি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ মানে বিচারব্যবস্থার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও ন্যক্কারজনক। এ ধরনের ঘৃণ্য অপরাধ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে বলে আমি মনে করি।’ 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, একে অপরকে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সমালোচনা করবে এটাই প্রত্যাশিত। তবে সভা-সমাবেশের নামে জনগণের জানমালের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা চরম নিন্দনীয়। যার নিন্দা ও সমালোচনা প্রকাশের কোনো ভাষা নেই। সহিংসতার একপর্যায়ে নৈরাজ্য সৃষ্টিকারীরা মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

প্রধান বিচারপতির বাসভবনে হামলা সার্বিক বিচারব্যবস্থার প্রতি হুমকি বলে মনে করে মানবাধিকার কমিশন।

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ