হোম > জাতীয়

গত ২৪ ঘণ্টায় ২৫২ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছেই না। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫২ ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সী সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫২ জন। এদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাইরে ৫০ জন। আগেরদিন শনাক্ত হয়েছির ২৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ২১৪ জন এবং বাইরে ৫১ জন। চলতি মাসের ২৯ দিনে রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ১৯৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ৯ হাজার ৮৫৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৯০ জন। চলতি বছরের দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ২১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জনসহ মোট ৪৬ জন সরকারি ও শায়ত্বশাষিত হাসপাতালে ভর্তি হন। আর বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৫৬ জন।
 
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্ভিগ্ন নগরবাসী। গতকাল শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রকোপ রোধে মানববন্ধন করেন। আর আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট