হোম > জাতীয়

গণহত্যা স্মরণে ব্ল্যাক আউট কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নারকীয় গণহত্যা এবং সে রাতে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিটের 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি স্থাপনা ও চলমান যানবাহন প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির আওতামুক্ত ছিল। 

জাতীয় দিবস উদ্‌যাপন কমিটির উদ্যোগে ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভূমিকা পালন করেছে। এ সময় বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। 

বাঙালির স্বাধীনতা আন্দোলনের টুটি চেপে ধরতে পাকিস্তানি বাহিনী ১৯৭২ সালের ২৫ শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে রাজধানী ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রেজিমেন্টসহ দেশের বিভিন্ন স্থানে এ গণহত্যা সংগঠিত হয়। মার্চের শুরুতে মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি এই অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন। 

২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে ২৫ মার্চ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ না করা হলেও ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু