হোম > জাতীয়

মার্চ ফর ইউনিটি: ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।

কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ