হোম > জাতীয়

মার্চ ফর ইউনিটি: ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।

কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন