হোম > জাতীয়

মার্চ ফর ইউনিটি: ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।

কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন