হোম > জাতীয়

বেশি দামে ফ্লাইটের টিকিট বিক্রি বন্ধে বসছে তদন্ত কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

উড়োজাহাজের টিকিট অস্বাভাবিক মূল্যে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তদন্ত কমিটির সভা। আগামীকাল বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি তো বলা হয়, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত তদন্ত কমিটি বুধবার বিকেল ৫টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে সভায় বসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ১৬টি এয়ারলাইনসের মনোনীত জেনারেল সেলস এজেন্টের মালিক বা প্রতিনিধিদের শুনানি গ্রহণ করবেন। শুনানিতে কমিটির সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় উপস্থিত থাকবেন অতিরিক্ত সচিব (বিমান ও সিএ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মহাপরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সচিব (রাজনৈতিক-২ অধিশাখা), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), উপদেষ্টার একান্ত সচিব, উপদেষ্টার দপ্তর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সিনিয়র সচিবের একান্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপসচিব, সচিবালয় নিরাপত্তা শাখা, জননিরাপত্তা বিভাগ, সচিবের একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব), সিএ-২ অধিশাখা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যুগ্ম সচিবের (সিএ) ব্যক্তিগত কর্মকর্তা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর শোক

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল: প্রধান উপদেষ্টা

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান